পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়- Patuakhali district job circular August 2022

পটুয়াখালী জেলায় সম্প্রতি একটা বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালী রাজস্ব প্রশাসন এবং উপজেলা ভূমি অফিস সমূহ  এবং ইউনিয়ন পরিষদে  শূন্য পদে জনগণ নিয়োগের লক্ষ্যে একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাগন, যাদের যোগ্যতা আছে ,তারা এ সকল পদে আবেদন করতে পারবেন। পটুয়াখালী জেলা প্রশাসন দাপ্তরিক কাজ সুন্দরভাবে পরিচালনার জন্য মোট ৩৪+১১=৪৫ জন কর্মচারী নিয়োগ করবেন। পটুয়াখালী জেলার অফিসিয়াল ওয়েবসাইট www.potuakhali.gov.bd তে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে বিভাগীয় কমিশনার কার্যালয় এবং জেলা প্রশাসকের কার্যালয় নিয়ন্ত্রিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় সম্পূর্ণ রাজস্ব ভুক্ত একটি সরকারি প্রতিষ্ঠান। জেলা পর্যায়ে যত অফিস আছে তাদের কর্তা হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় কার্যক্রম পরিচালনা করেন। এই অফিসে চাকরি করা অন্য অফিস থেকে অধিকতর সম্মানের। এখানে কর্মরত সকলেই অধিক সম্মান এবং সুযোগ সুবিধা পেয়ে থাকে। পটুয়াখালী জেলা প্রশাসন শূন্য পদে জনবল নিয়োগ এর লক্ষ্যে পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নির্ধারিত ফরমে আবেদন আহবান করেছে।

Patuakhali district job circular August 2022:

পটুয়াখালী জেলা প্রশাসন পটুয়াখালী জেলার রাজস্ব প্রশাসন ও উপজেলা ভূমি অফিস সমূহ এবং ইউনিয়ন পরিষদে সচিব পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে ২১ আগস্ট ২০২২ তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে শর্ত সাপেক্ষে  নির্ধারিত ফরমে আবেদন করার জন্য আহ্বান জানিয়েছে। ২১ আগস্ট ২০২২ তারিখ থেকে একজন প্রার্থী আবেদন করতে পারবেন।  ইউনিয়ন পরিষদ সচিব পদ ও জেলার রাজস্ব প্রশাসনের  আবেদনের শেষ তারিখ যথাক্রমে ১৫ আগস্ট 2022 এবং  ২৯ আগস্ট ২০২২ তারিখে। যে সকল বেকার যুবক পটুয়াখালী জেলা প্রশাসনে ক্যারিয়ার গড়তে চান তারা এ সকল পদে আবেদন করতে পারেন। স্টাডি গাইড বিডি পটুয়াখালী জেলা প্রশাসনের নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করছে।

Jpg/pdf file of Patuakhali district office jod corcular 2022:

জেলা প্রশাসকের কার্যালয় ৪৫ জন জনবল নিয়োগের উদ্দেশ্যে অফিশিয়াল ওয়েবসাইট www.patuakhali.gov.bd একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছ।  স্টাডি গাইড বিডি বিজ্ঞপ্তিটি সংগ্রহ করে এখানে প্রকাশ করেছে। এখান থেকে আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটারে সেভ করে নিতে পারেন অথবা পিডিএফ থেকে ডাউনলোড করে দিতে পারেন।

জেলা প্রশাসকের রাসজ্ব প্রশাসন নিয়োগ বিজ্ঞপ্তি:

patuakhali district job circular 2022
patuakhali district job circular 2022
patuakhali district job circular 2022

জেলা প্রশাসকের ইউনিয়ন পরিষধ সচিব নিয়োগ বিজ্ঞপ্তি:

patuakhali district job circular 2022
patuakhali district job circular 2022
patuakhali district job circular 2022
patuakhali district job circular 2022

Download Patuakhali dc office job circular 2022:

Conditions of Patuakhali district job circular 2022:

প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। জেলা প্রশাসক, পটুয়াখালী বরাবর আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীগণকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত পরিপত্র অনুযায়ী নির্ধারিত চাকুরির আবেদন ফরমে স্পষ্টাক্ষরে স্ব-হস্তে পূরণপূর্বক আবেদন করতে হবে। আবেদন ফরম জনপ্রশাসন মন্ত্রণালয়ের www.mopa.gov.bd ওয়েবসাইটে অথবা জেলা প্রশাসকের কার্যালয় www.patuakhali.gov.bd থেকে সংগ্রহ করা যাবে। 

Documents attached to Patuakhali dc office job circular 2022:

আবেদন পত্রের সাথে প্রার্থীর সদ্য তোলা ০৪ (চার) কপি রঙ্গিন ছবি সংযুক্ত করতে হবে এবং ছবির অপর পাশে/ পিছনে প্রার্থীকে অবশ্যই স্পষ্ট করে নাম লিখতে হবে। আবেদন পত্র আগামী ইউনিয়ন পরিষদ সচিব পদের জন্য ১৫.০৯.২০২২ ও রাজস্ব প্রশাসনের জন্য ২৯.০৯.২০২২ তারিখের মধ্যে অফিস চলাকালীন জেলা প্রশাসক, পটুয়াখালী বরাবর সরকারি ডাকযোগে পৌঁছাতে হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, স্বাক্ষরবিহীন এবং বিলম্বে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে। পরীক্ষার ফি বাবদ ১০০.০০ (একশত) টাকা ট্রেজারি চালানে সরকারি কোষাগারে/ব্যাংকে কোড নং ১-৪৬৩২-০০০১-২০৩১ এ জমা প্রদান করতঃ চালানের মূল কপি আবেদন পত্রের সাথে দাখিল করতে হবে। প্রার্থীর বয়স ২৯.০৯.২০২২ তারিখে ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। খামের উপর প্রার্থীকে পদের নাম ও কোটার নাম (যদি থাকে) উল্লেখ করতে হবে। প্রার্থী কোন সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত/অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে কোন অগ্রিম কপি গ্রহণ করা হবে না। নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিধি এবং সরকার নির্ধারিত কোটা/বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে।কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত স্থানে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং এ ক্ষেত্রে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

Rules for successful dc office Patuakhali district candidates:

কোন তথ্য গোপন করলে কিংবা তথ্যের স্বপক্ষে যথাযথ কর্তৃপক্ষের প্রত্যয়ন পত্র দাখিলে ব্যর্থ হলে তা প্রার্থীর অযোগ্যতা / নিয়োগ বাতিল বলে বিবেচিত হবে। কর্তৃপক্ষ প্রয়োজন বোধে যে কোন শর্ত সংযোজন/পরিবর্তন এবং পদ সংখ্যা হ্রাস/বৃদ্ধি করতে পারবেন।চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর পুলিশ ভেরিফিকেশনে এবং স্বাস্থ্য পরীক্ষায় কোন প্রকার বিরূপ তথ্য পাওয়া গেলে কোন কারণ দর্শানো ব্যতিরেকে তার নির্বাচিত প্রার্থীতা বাতিল বলে বিবেচিত হবে। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে এ নিয়োগ কার্যক্রম স্থগিত, সময় পরিবর্তন/বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন।প্রার্থীর নাম, ঠিকানা উল্লেখ পূর্বক ১০.০০ (দশ) টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকিট যুক্ত ৯.৫ x ৪.৫ ইঞ্চি বিশিষ্ট একটি ফেরত খাম আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।

How is Dc office Patuakhali district 2022:

লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার পূর্বে আবেদন ফরমে উল্লিখিত সকল তথ্যের অনুকূলে মূল সনদসমূহ সদস্য-সচিব, বিভাগীয় নির্বাচনী বোর্ড, বরিশাল বরাবর দাখিল করতে হবে। আবেদন ফরমের সকল কলাম যথাযথভাবে পূরণ করতে হবে (প্রযোজ্য ক্ষেত্রে)। আবেদন ফরমে প্রার্থীর মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

জেলা প্রশাসনের কার্যালয় পটুয়াখালী জেলা প্রশাসনে ও ইউনিয়ন পরিষদে জনবল নিয়োগ দেবে। জেলা প্রশাসন জেলা পর্যায়ে একটি অন্যতম অফিস। এখানে চাকরি পাওয়া অন্যান্য অফিসের তুলনায় অনেক সহজ। এখানে জেলা পর্যায়ে অবস্থানরত প্রতিযোগীর সাথে আপনার প্রতিযোগিতা  হবে। প্রথমত আপনি লিখিত পরীক্ষায় ভালো করলে চাকরি পাওয়া সম্ভাবনা ৯০% চলে আসবে। এরপর আসছে কম্পিউটার টাইপিং টেস্ট। মনে রাখবেন কম্পিউটার টাইপিং টেস্টে কোন প্রকার নম্বর যোগ হয় না। কম্পিউটার টাইপিং এ শুধুমাত্র কৃতকার্য ও অকৃতকার্য নির্ণয় করা হয়। তাই যারা ব্যাংক বা বিসিএসের প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য জেলা প্রশাসকের কার্যালয় চাকরি পাওয়া খুবই সহজ। কারণ আপনাদের প্রিপারেশন খুবই ভাল।  তাই বলব যদি সহজে চাকরি পেতে চান তাহলে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করুন। 

Admit cards of Patuakhali district job circulars 2022:

জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ কার্যক্রমটি বিভাগীয় কমিশনার মহোদয়ের মাধ্যমে সম্পন্ন হয়। জেলা প্রশাসক মহোদয় একটি আবেদন যাচাই-বাচাই কমিটি গঠন করেন। যাচাই-বাছাই কমিটি বৈধ আবেদন পত্র নির্বাচন করেন। বৈধ আবেদনকারী বরাবর প্রবেশপত্র ডাকযোগে প্রেরণ করা হয়। প্রবেশপত্রের পরীক্ষার সময়, স্থান ও তারিখ উল্লেখ থাকে। প্রবেশপত্রে উল্লেখিত নির্দেশনাবলী অনুসরণ করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়।

Written exam patterns of Patuakhali district dc office job circular 2022:

বিভাগীয় কমিশনারের কার্যালয়ের তত্ত্বাবধানে জেলা প্রশাসকের মাধ্যমে লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। লিখিত পরীক্ষার সাধারণত ৮০ নম্বরের হয়ে থাকে। বাংলা অংক ইংরেজি এবং সাধারণ জ্ঞান হতে পরীক্ষায় প্রশ্ন আসে। ইউনিয়ন পরিষদের নিয়োগ পরীক্ষা লিখিত আকারে হয়ে থাকে। বাংলা, অংক, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং ইউনিয়ন পরিষদের ম্যানুয়াল থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তাই এসব বিষয়ে আপনাকে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। লিখিত পরীক্ষায় ভালো নম্বর পেলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে।

English Version