দক্ষিণ সিটি কর্পোরেশন (dscc)Dhaka job circular August 2022

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শহরকে সুন্দর ও আধুনিক করার জন্য নতুন  জনবল নিয়োগ করবে। এজন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সম্প্রতি অফিসিয়াল ওয়েবসাইট www.dscc.gov.bd তে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ।তারা গাড়ি চালক (ভারী) পদে মোট ৬১ জন চালক নিয়োগ দিবে। সমগ্র বাংলাদেশের যে সকল নাগরিকের ড্রাইভিং লাইসেন্স আছে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে চাকরি করতে চান তাদের জন্য খুবই একটি ভালো খবর। কারণ তারা মোট 61 জন চালক নিবে ,যা অনেক বেশি ।ফলে এখানে প্রার্থীদের মধ্যে একটু প্রতিযোগিতা কম হবে। যারা ভালো ড্রাইভিং করতে পারেন এবং ড্রাইভিং লাইসেন্স আছে তাদের পক্ষে এখানে সহজে চাকরি পাওয়া সম্ভব হবে।

ঢাকা শহরকে সুন্দর ও আধুনিক শহর তৈরি করার জন্য দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি উত্তর সিটি কর্পোরেশন এবং অন্যটি দক্ষিণ সিটি কর্পোরেশন । প্রত্যেক সিটি কর্পোরেশনে জনগণের ভোটে একজন মেয়র নির্বাচিত হন। এছাড়া অন্যান্য ১০ জন সদস্য রয়েছে ।এভাবে সকল সদস্যর সমন্বয়ে একটি সিটি কর্পোরেশন গঠিত হয় । সিটি কর্পোরেশনের যাবতীয় কার্যক্রম, কর্মকর্তা-কর্মচারীদের বেতন ইত্যাদি তাদের নিজস্ব আয় থেকে সরবরাহ করে । ঢাকা সিটি কর্পোরেশনগুলোতে মোটামুটি নিজস্ব আয় খুবই ভালো। এখানে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের কোন মাসের বেতন বাকি থাকে না । তাই আমি বলব যে সকল  লাইসেন্সধারী চালক আছে যারা  বাসায় বসে আছেন তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আবেদন করুন । আশা করি আপনি খুব সহজেই এখানে ড্রাইভিং চাকরিটা পেয়ে যাবেন।

Dhaka Dscc gov bd job circular 2022:

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়। ২০১১ সালে প্রতিষ্ঠিত হলেও নানা আইনি জটিলতার কারনে কারণে 2015 সালে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ।বর্তমানে দক্ষিণ সিটি কর্পোরেশন এর আওতায় 75 টি ওয়ার্ড রয়েছে, এদের মধ্যে ২৫টি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত আছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত । এখানে শত শত কর্মকর্তা ও কর্মচারী চাকরি করে। দক্ষিণ সিটি কর্পোরেশনের ঢাকার উন্নয়ন এবং পরিষ্কার পরিচ্ছন্ন  ইত্যাদি কার্যক্রম করে থাকে। ঢাকা পানি ও রাস্তার  বিদ্যুৎ সংযোগও সিটি কর্পোরেশনের মাধ্যমে সম্পন্ন হয়। এখানে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী সরকারী  ও বেসরকারী সকল সুযোগ সুবিধা পেয়ে থাকে । তাই যোগ্যতা সম্পন্ন প্রার্থকে  দক্ষিণ সিটি কর্পোরেশন চাকরিতে আবেদন করার জন্য  আহ্বান জানিয়েছে

দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রার্থী কর্তৃক  আবেদনপত্র  প্রেরণ শুরু হবে ১৬  আগস্ট ২০২২ হতে । প্রার্থীকে আবেদন পত্রটি সম্পূর্ণ হাতে লিখে প্রেরণ করতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল নিয়ম-নীতি অনুসনপূর্বক আবেদন পত্রটি লিখতে হবে। সচিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বরাবর আবেদন পত্র লিখতে হবে ।১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখের মধ্যে সকল আবেদন পত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোবেশন এর কার্যালয়ে পৌঁছাতে হবে।

Pdf/jpd file of Dscc Dkhaka job circular 2022:

চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 61 জন চালক নিয়োগের উদ্দেশ্যে অফিসিয়াল ওয়েবসাইট www.dscc.gov.bd তে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্টাডি গাইড বিডি দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়েবসাইট থেকে নিয়োগ পত্রটি সংগ্রহ করে এখানে প্রকাশ করেছে ।আপনি এখান থেকে সংগ্রহ করে মোবাইল অথবা কম্পিউটার রাখতে পারবেন।

আবেদনের উংস: অফিসিয়াল ওয়েবসাইট www.dscc.gov.bd

আবেদন প্রেরণ শুরু হবে: ১৬ আগস্ট ২০২২ হতে।

আবেদন প্রেরণ শেষ হবে : ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ পর্যন্ত।

Conditions of Dscc job circular Dkaha 2022:

(১) ০১.০৮.২০২২ খ্রি. তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ হতে ৩০ বৎসর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধিদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বৎসর। বয়সের ক্ষেত্রে কোনোক্রমেই এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

(২) সরকারি/আধা সরকারি/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।

(৩) নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংশ্লিষ্ট বিধি-বিধানে কোন সংশোধন হলে তা অনুসরণ করা

(৪) আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জাতীয়তা, ধর্ম, জন্ম তারিখ, বয়স,, নিজ জেলার নাম, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (যদি থাকে) উল্লেখ করতে হবে।

Documents must be attached with Application Dscc Dhaka job circular 2022:

(ক) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভা বা সিটি কর্পোরেশনের মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র (ভোটার আইডি কার্ড) বা জন্ম নিবন্ধন সনদপত্রের সত্যায়িত ফটোকপি;

(খ) শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা (যদি থাকে) সনদপত্রের সত্যায়িত ফটোকপি;

(গ) আবেদনপত্রের সাথে সংযুক্ত সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি এবং সদ্য তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট আকারের রঙ্গিন ছবি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। সত্যায়নের ক্ষেত্রে সত্যায়নকারী কর্মকর্তার সুস্পষ্ট নাম ও পদবি সম্বলিত সিল অবশ্যই থাকতে হবে। প্রার্থী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা হলে মুক্তিযোদ্ধা সনদ (মন্ত্রণালয়ের সনদ, বামুস সনদ), মুক্তিবার্তা/গেজেট নম্বর ও তারিখ এবং মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হিসেবে চাকুরি প্রার্থীদের ক্ষেত্রে উপরোক্ত কাগজপত্রসহ প্রার্থীর সাথে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সম্পর্কের প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র। প্রার্থী এবং তার পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।

(ঘ) মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অনুকূলে যেকোন অনুমোদিত তফসিলভুক্ত ব্যাংক হতে ৫০০/- (পাঁচশত) টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ) সংযুক্ত করতে হবে।

(ঙ) প্রার্থীর নিজ ঠিকানা উল্লেখপূর্বক সরকার নির্ধারিত ডাকটিকেটসহ ফেরত খাম (সাইজ ৯” x ৪”) সংযুক্ত করতে হবে।

(চ) আবেদনকারী বিভাগীয় প্রার্থী হয়ে থাকলে তার নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে  হবে ।

(ছ) সচিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বরাবর আবেদন করতে হবে এবং আবেদনপত্রের খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। ১৬.০৮.২০২২খ্রি. তারিখ হতে ১৫.০৯.২০২২ খ্রি. তারিখ বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত সময়ে সচিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বরাবর ডাকযোগে আবেদনপত্র প্রেরণ করতে হবে। সরাসরি দাখিলকৃত কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে।

(জ) আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার তথ্য আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে।

Dscc Dhaka issue admit cards to candiates:

দক্ষিণ সিটি কর্পোরেশন ১৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ এর পর সকল আবেদন পত্র একত্রিত করবে।  নিয়োগ কমিটি বৈধ আবেদন পত্র সমূহ নির্বাচন করবে। বৈধ আবেদন প্রার্থীকে তার ঠিকানা বরাবর প্রবেশপত্র প্রেরণ করা হবে ।প্রবেশপত্রের পরীক্ষার তারিখ স্থান ও সময় উল্লেখ থাকবে । প্রবেশপত্র উল্লেখিত নির্দেশনাসমূহ  অনুসরণ করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

Question patterns of Dhaka job circulr Dscc 2022:

দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনে চালক নিয়োগ পরীক্ষাটি সম্পূর্ণ লিখিত আকারে হতে পারে ।তারা ৬০ মার্কের লিখিত আকারের পরীক্ষা নিয়ে প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচন করবে। এরপর ড্রাইভিং পরীক্ষা শেষে সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত নিয়োগ দেয়া হবে। 

English Version.