ইউনিয়ন পরিষদ সচিব- Narail job circular August 2022

জেলা প্রশাসকের কার্যালয়, নড়াইল সম্প্রতি ইউনিয়ন পরিষদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানের সরকার বিভাগের একটি প্রতিষ্ঠান হল স্থানীয় সরকার শাখা। এটি জেলা প্রশাসকের নিয়ন্ত্রণাধীন একটি শাখা। জেলা পর্যায়ের ইউনিয়ন পরিষদ সমূহ এই শাখার নিয়ন্ত্রনে পরিচালিত হয়। জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে সকল কার্যক্রম পরিচালিত হয়। সম্প্রতি নড়াইল জেলার অধীনস্থ ইউনিয়ন পরিষদ সময়ে পাঁচজন ইউনিয়ন পরিষদ সচিব নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নড়াইল জেলার স্থায়ী নাগরিকগণ এ সকল পদে আবেদন করতে পারবেন। জেলা প্রশাসকের কার্যালয় নড়াইল এ সকল পদে আবেদনের জন্য যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে আহবান জানিয়েছে।

নিজ জেলাতে অবস্থান করে ইউনিয়ন পরিষদে চাকরি করা একটি সত্যিই সৌভাগ্যের বিষয়। যে সকল বেকার যুবক বা যারা ইউনিয়ন পরিষদে ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। অনার্স পাশে এ সকল পদে আপনি আবেদন করতে পারবেন। এ সকল পদে আবেদন করতে আপনাকে বাড়তি কোন যোগ্যতা বা অভিজ্ঞতার প্রয়োজন হবে না। জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে সকল নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।

StudyGuideBD নড়াইল জেলার ইউনিয়ন পরিষদের সচিব পদে নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করছে। এখানে ইউনিয়ন পরিষদ সচিব পদে নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন  তারিখ, কিভাবে আবেদন করতে হবে, আবেদনের শেষ তারিখ, পরীক্ষার সম্ভাব্য ডেট, সাজেশন ও ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবে। StudyGuidebd  বিভিন্ন চাকরি নিয়োগ সহ সকল তথ্য এখানে প্রকাশ করে।

Narail union secretary job circular 2022:

নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে পাঁচজন সচিব নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্টাডি গাইড বিডি নিয়োগ বিজ্ঞপ্তি সংগ্রহ করে প্রকাশ করেছে। নিচে বিজ্ঞপ্তি টি দেখুন।

Job source: www.narail.gov.bd

আবেদন পত্র গ্রহণ শুর হবে: ১৪ আগস্ট ২০২২ খ্রিঃ।

আবেদন গ্রহণের শেষ তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০২২ খ্রিঃ।

Rules of Narail Union secretary job circular 2022:

১। প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও নড়াইল জেলার স্থানীয় বাসিন্দা হতে হবে।

২। সরকারের নির্দেশনা মোতাবেক উক্ত পদের বেতনের ৭৫% সরকারি অনুদান থেকে ও ২৫% ইউনিয়ন পরিষদের নিজস্ব আয় থেকে নির্বাহ করা হবে।

৩। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত এক পাতার নির্ধারিত ফরমে আগ্রহী প্রার্থীদের জেলা প্রশাসক, নড়াইল বরাবর আবেদন করতে হবে। উক্ত আবেদর ফরম জনপ্রশাসন মন্ত্রণালয় www.mopa.gov.bd ওয়বেসাইট অথবা জেলা তথ্য বাতায়ন www.narail.gov.bd ওয়বসাইট এর নোটিশ বোর্ড হতে ডাউনলোড করা যাবে।

৪। জেলা প্রশাসক, নড়াইল বরাবর স্বহস্তে লিখিত আবেদন আগামী ১৩ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ে অবশ্যই ডাকযোগে অত্র কার্যালয়ে পৌঁছতে হবে। বিলম্বে প্রাপ্ত দরখাস্ত এবং অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ দরখাস্ত বাতিল বলে গণ্য হবে। সরাসরি কোন আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

৫। আবেদনের খামের উপর মোটা অক্ষরে পদের নাম, বিশেষ কোটা (যদি থাকে) এবং বামপার্শ্বে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে।

৬। প্রার্থীর বয়স ৩১ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে প্রাধিকার প্রাপ্তদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

৭। আবেদনপত্রের সাথে সোনালী ব্যাংক লিমিটেডের যে কোন শাখা হতে জেলা প্রশাসক, নড়াইল এর নামে নির্বাচনী পরীক্ষার ফি বাবদ ৫০০/- (পাঁচশত) টাকার ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে।

৮। আবেদনপত্রের সহিত নিম্নোক্ত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে :

ক) সদ্য তোলা সত্যায়িত ০৩ (তিন) কপি ৫x৫ সে. মি. আকারের রঙিন ছবি আবেদন ফরমের নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে এবং ০২ (দুই) কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে।

গ) পৌরসভার মেয়র বা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ

গ) শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি।

(ঘ) মহিলা প্রার্থীগণের ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয় সেক্ষেত্রে প্রার্থীকে সংশ্লিষ্ট পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র দাখিল করতে হবে। ৫) কোটা সম্পর্কিত প্রচলিত সরকারি নীতিমালা অনুসরণ করা হবে। এ ক্ষেত্রে প্রার্থীকে তার কোটা দাবীর সমর্থনে যায কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। খামের উপরে পদের নাম ও কোটা অবশ্যই উল্লেখ করতে হবে।

৯। প্রার্থীর যোগাযোগের ঠিকানা সম্বলিত এবং অব্যবহৃত ১০ (দশ) টাকা মূল্যের ডাকটিকেট যুক্ত ৪.৫” x ১০ সাইজের একটি ফেরত খাম আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।

Admit card of Narail Union secretary job circular 2022:

জেলা প্রশাসকের কার্যালয় নড়াইল ১৩ সেপ্টেম্বরের পরে সকল আবেদন পত্র একত্র করবে। তারপর আবেদন নির্বাচন কমিটি কর্তৃক আবেদন যাচাই-বাছাই করবে। এর মধ্য থেকে বৈধ আবেদন পত্র নির্বাচন করা হবে। বৈধ আবেদন প্রার্থীকে ডাকযোগে প্রবেশপত্র প্রেরণ করা হবে। প্রবেশপত্র লিখিত পরীক্ষার সময়, তারিখ এবং স্থান উল্লেখ থাকবে। প্রবেশপত্রে উল্লেখিত নির্ধারিত দিনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার সময় অবশ্যই প্রবেশ  পত্রের নির্দেশিকা পালন করতে হবে।

Question patterns of Narail job circular 2022:

ইউনিয়ন পরিষদ সচিব পদে নিয়োগ সাধারণত লিখিত আকারে হয়ে থাকে। জেলা প্রশাসক মহোদয় সমস্ত নিয়োগ কার্যক্রমটি পরিচালনা করেন। এক্ষেত্রে প্রশ্নপত্র তৈরি, সিট প্ল্যান, প্রশ্নপত্র মূল্যায়ন সকল কার্যক্রম জেলা প্রশাসক মহোদয় কর্তৃক পরিচালিত হয়। বাংলা, অংক, ইংরেজি এবং সাধারণ জ্ঞান ও ইউনিয়ন পরিষদ বিষয়ক এই পাঁচটি বিষয় হতে ৮০ মার্কের পরীক্ষা নেওয়া হয়ে থাকে।

Banglaসমাস, কারক, সন্ধি, এক কথায় প্রকাশ, বাকধারা, ইউনিয়ন পরিষদ ম্যানুয়াল, অনুবাদ
EnglishTranslation, Transformation of a sentence, paragraph, Right form of verbs
MathematicsClass 8th and 9th
General knowledgeBangladesh and international affairs

English Version