ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ Jhenaidah collectorate school and college job circular 2022

ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ সম্প্রীতি শিক্ষক নিয়োগের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জেলা প্রশাসক, ঝিনাইদহ কর্তৃক ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর কাযক্রম পরিচালিত হয়। সম্পূর্ণ এনটিআরসি এর বিধি-বিধান অনুসরণপূর্বক এই প্রতিষ্ঠান পরিচালিত হয়। যে সকল বেকার যুবক ঝিনাইদহ কারেক্টরেট স্কুল এন্ড কলেজে ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য এটি একটি ভালো সুযোগ। তারা মোট তিনটি পদে চার জন শিক্ষক নিয়োগ দিবে। স্কুল এন্ড কলেজের শিক্ষকগণ এমপিও ভুক্ত স্কুলের ন্যায় সকল সুযোগ-সুবিধা পেয়ে থাকে। এখানে তাদেরকে বেতন, ভাতা ইত্যাদি সকল ক্ষেত্রে এমপিওভুক্ত স্কুল ও কলেজের নীতিমালা অনুসরণ করা হয়।

ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ পুরাতন ডিসি কোর্ট চত্বরে অবস্থিত। এটি জেলার একটি অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানটি অত্যন্ত নিয়ম-নীতি ও সঠিক পাঠদান এর মাধ্যমে পরিচালিত হয়। জেলা প্রশাসন, ঝিনাইদহ এর সকল কার্যক্রম কঠোরভাবে তদারকি করেন। এখানে কর্মরত কোন শিক্ষক শিক্ষিকার বেতন বা ভাতাটি বকেয়া থাকে না। এখানে কর্মরত সকলেই এমপি ভুক্ত কলেজের ন্যায় সুযোগ-সুবিধা ভোগ করে থাকে।

স্টাডিগাইডবিডি কালেক্টরেট স্কুল এন্ড কলেজের নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা করছে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন সকল জেলার প্রার্থী এ সকল পদে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ ডাকযোগে আবেদন পত্র গ্রহণ করা হবে। নিচে স্টাডিগাইডবিডি ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের আবেদনের প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, কিভাবে আবেদনপত্র লিখবেন, লিখিত পরীক্ষার সাজেশন, প্রবেশপত্র, ফলাফল ও ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবে।

Post Name of Jhenaidah Collectorate School and College job :

ঝিনাইদহ কালেক্টর স্কুল এন্ড কলেজ মোট তিনটি পদে চার জন শিক্ষক নিয়োগ দিবে। নিচে তিনটি পদের নাম, সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা দেয়া হলো:

১. পদের নাম: সহকারী শিক্ষক (গণিত)

শিক্ষাগত যোগ্যতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণী/সমমান G.P.A সহ স্নাতক। একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমমানের ডিগ্রি সহ স্নাতক বা স্নাতকোত্তর। সমগ্র শিক্ষাজীবনে কোন তৃতীয় শ্রেণী/বিভাগ/জিপিএ গ্রহণযোগ্য নয়। (এনটিআরসিএ নিবন্ধিত/বিএড প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)।

পদের সংখ্যা: ০২

বয়স: ৩৫ বছরের বেশি নয়।

২. পদের নাম: সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)

শিক্ষাগত যোগ্যতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণী/সমমান G.P.A সহ স্নাতক। একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমমানের ডিগ্রি সহ স্নাতক বা স্নাতকোত্তর। সমগ্র শিক্ষাজীবনে কোন তৃতীয় শ্রেণী/বিভাগ/জিপিএ গ্রহণযোগ্য নয়। (এনটিআরসিএ নিবন্ধিত/বিএড প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)।

পদের সংখ্যা: ০১

বয়স: ৩৫ বছরের বেশি নয়।

৩. পদের নাম: সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা)

শিক্ষাগত যোগ্যতা: শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণী/সমমান G.P.A সহ স্নাতক। একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সমমানের ডিগ্রি সহ স্নাতক বা স্নাতকোত্তর। সমগ্র শিক্ষাজীবনে কোন তৃতীয় শ্রেণী/বিভাগ/জিপিএ গ্রহণযোগ্য নয়। (এনটিআরসিএ নিবন্ধিত/বিএড প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে)।

পদের সংখ্যা: ০১

বয়স: ৩৫ বছরের বেশি নয়।

Collectorate School and College Jhenaidah job circular jpg/pdf file:

ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তিটির কপি জেলা প্রশাসন ঝিনাইদাহ এর ওয়েবসাইটে প্রকাশ করেছে। স্টাডিগাইডবিডি উক্ত ওয়েবসাইট থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি সংগ্রহ করে নিচে প্রকাশ করেছে। আপনি এখান থেকে ডাউনলোড করে ফোনে অথবা কম্পিউটার রাখতে পারবেন।

The district can apply to Collectorate School and College Jhenaidah :

ঝিনাইদহ ক্যারেক্টরেট স্কুল এন্ড কলেজে মোট চারজন শিক্ষক নিয়োগ করা হবেতিনটি পদের বিপরীতে। বাংলাদেশের যেকোনো জেলার প্রার্থী যাদের শিক্ষাগত যোগ্যতা ও বয়স আছে তারা এ সকল পদে আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ হল ৩১ আগস্ট ২০২২ সাল। আর সময় নষ্ট না করে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে আবেদন করার জন্য অনুরোধ করা হলো।

How to apply Jhenaidah Collectorate School and College job:

আবেদনপত্রে কোন ত্রুটি থাকলে আবেদনপত্রটি বাতিল বলে বিবেচনা হয়। এজন্য আবেদন করার সময় সতর্ক থাকতে হবে। আবেদনপত্র লেখার পূর্বে অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিতে ভালো করে পড়তে হবে। একেরতারপর বিজ্ঞপ্তি নির্দেশনা অনুসারে আবেদন পত্র লিখতে হবে।

Admit card of Collectorate school and college job :

ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ সকল আবেদন পত্র পাওয়ার পর সেগুলো যাচাই-বাছাই করবে। এদের মধ্য থেকে বৈধ আবেদন পত্র নির্বাচন করা হবে। তারপর বৈধ প্রার্থীর ঠিকানা বরাবর প্রবেশপত্র প্রেরন করা হবে। প্রবেশপত্রে তারিখ, সময় এবং স্থান দেয়া থাকবে। নির্ধারিত তারিখ, সময় ও স্থানে প্রার্থীকে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার সময় অবশ্যই এডমিট কার্ডটি সাথে আনতে হবে।

Question patterns of Collectorate school and college job:

ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজে পূর্বে যে সকল পরীক্ষা হয়েছে তা লিখিত আকারে নেয়া হয়েছে। তারা সাধারণত ৮০ নম্বরের লিখিত পরীক্ষা নিয়ে থাকে। এখানে বাংলা, ইংরেজি, অংক  ও সাধারণ জ্ঞান হতে প্রশ্ন আসে।

Banglaসমাস, কারক, সন্ধি, এক কথায় প্রকাশ, বাকধারা, অনুবাদ ও অন্যান্য
EnglishTranslation, Transformation of a sentence, paragraph, Right form of verbs, Voice tense, etc.
MathematicsUnlimited but see 8th and 9th class mathematics.
General knowledgeBangladesh and international affairs

Result of Collectorate shcool and college job circular 2022:

পরীক্ষার ফলাফলঃ লিখিত পরীক্ষা গ্রহণ করার পর পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।  লিখিত পরীক্ষার ফলাফল আপনাকে জেলা প্রশাসন ঝিনোদয়ের অফিসিয়াল ওয়েবসাইট অথবা স্টাডি গাইড বিডি হতে সংগ্রহ করতে হবে।

English Version