Best Easy Tree plantation paragraph for 7 -বাংলা অর্থসহ

Tree plantation paragraph for 7:

বৃক্ষরোপণ প্যারাগ্রাফটি ক্লাস সেভেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ । বৃক্ষরোপণ প্যারাগ্রাফ টি শুধু সপ্তম শ্রেণীর জন্যই গুরুত্বপূর্ণ নয় এটি তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত গুরুত্বপূর্ণ ও বটে।  আমি এখানে তৃতীয় থেকে দশম শ্রেণীর সকল ছাত্র-ছাত্রীদের জন্য বৃক্ষরোপণ প্যারাগ্রাফটি নিয়ে আলোচনা করব। বৃক্ষরোপণ প্যারাগ্রাফ টি ইংরেজি এর সাথে বাংলা অনুবাদ দিয়ে সহজে তোমাদের কাছে ব্যাখ্যা করার চেষ্টা করব ।আশা করি সম্পূর্ণ পোস্টটি পড়লে আলাদা করে প্যারাগ্রাফ মুখস্ত করার প্রয়োজন হবে না । প্রথমত সপ্তম শ্রেণির জন্য বৃক্ষরোপণ প্যারাগ্রাফটি নিচে দেয়া হল।

Tree plantation paragraph for 7

Tree plantation

Trees are our best friends. There is no alternative to trees in maintaining the balance of the environment. Plants not only enhance our natural beauty, but also protect against river erosion, floods, lives, property and cyclones. When plantation is done following a proper and scientific method it is called tree plantation. Trees protect our climate to a large extent. Without trees, the world would become a desert. Trees take in carbon-di-oxygen to provide oxygen for us to live. Trees regulate the Earth’s temperature. Without trees we cannot survive a moment on earth. A large number of trees should be planted in house yards, roadsides, parks, gardens, along railway lines and on waste land or any other open space. Trees are vital to our environment. Trees help moderate rainfall. Plants benefit us in many ways. Trees give us flowers and fruits. Trees give us cool shade. Trees protect against monsoons and river erosion. Trees enhance natural beauty. We should plant more trees to protect the environment.

Tree plantation paragraph for 7 bangla meaning:

 (বৃক্ষরোপণ প্যারাগ্রাফটি বাংলা অনুবাদ ভালো করে পড়ে নিন)

গাছ আমাদের প্রিয় বন্ধু।  পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের কোন বিকল্প নেই। গাছপালা শুধু আমাদের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং নদী ভাঙ্গন ,বন্যা, জীবন,সম্পদ এবং ঘূর্ণিঝড় থেকে রক্ষা করে।  যখন একটি সঠিক এবং বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে বৃক্ষরোপণ করা হয় তখন তাকে বৃক্ষরোপণ বলে । গাছ আমাদের জলবায়ুকে বৃহৎ আকারে রক্ষা করে। গাছ না থাকলে পৃথিবী মরুভূমিতে পরিণত হবে। বৃক্ষ কার্বন-ডাই- অক্সিজেন গ্রহণ করে  আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন সরবরাহ করে। গাছ পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। গাছ ছাড়া পৃথিবীতে আমরা এক মুহূর্ত বেঁচে থাকতে পারিনা। বাড়ির আঙিনায়, রাস্তার ধারে, পার্কে ,বাগানে, রেললাইনের পাশে এবং পতিত ভূমিতে অথবা অন্য কোন ফাঁকা স্থানে প্রচুর পরিমাণে গাছ রোপন করতে হবে। গাছ আমাদের পরিবেশের জন্য অত্যাবশ্যকীয় । গাছ পরিমিত বৃষ্টিপাতে সহায়তা করে। গাছপালা আমাদেরকে নানাভাবে উপকার করে। গাছ আমাদের ফুল ও ফল দেয় । গাছ আমাদের শীতল ছায়া দেয়।  গাছ বর্ষা এবং নদী ভাঙ্গন থেকে রক্ষা করে । গাছ প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে। আমাদের উচিত পরিবেশকে রক্ষা করার জন্য অধিক অধিক বৃক্ষরোপণ করা।

Difficult word of tree plantation paragraph for 7

জটিল শব্দের অর্থ- বৃক্ষরোপণ প্যারাগ্রাফ এ কিছু জটিল শব্দ রয়েছে। নিচে এ সকল জটিল শব্দের অর্থসহ দেয়া হলো এবং  এ শব্দ গুলো মুখস্ত করে নিন ।আশাকরি  বৃক্ষরোপন প্যারাগ্রাফটি আপনি সহজে লিখতে পারবেন।

ভারসাম্য-balance, প্রাকৃতিক সৌন্দর্য– natural beauty, নদী ভাঙ্গন-river erosion, ঘূর্ণিঝড় -cyclones, বৈজ্ঞানিক পদ্ধতি-scientific method, বৃহৎ আকারে-large extent, পৃথিবীর তাপমাত্রা-the Earth’s temperature, মরুভূমি-desert, জলবায়ু-climate, পতিত ভূমিতে-waste land, পরিমিত বৃষ্টিপাত-moderate rainfall, পরিবেশ-environment.

Tree plantation paragraph for 7 bangla meaning:

এখন নিজে বাংলা থেকে ইংলিশে অনুবাদ করার চেষ্টা করুন।  নিচে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করা আছে দেখে নিন এবং আপনি যে উত্তর লিখেছেন তার সাথে মিলিয়ে নিন। আশা করি প্যারাগ্রাফটি আর আলাদা করে মুখস্থ করার প্রয়োজন হবে না এবং এটা আপনি আজীবন মনে রাখতে পারবেন।

  1. গাছ আমাদের প্রিয় বন্ধু-Trees are our best friends.
  2. পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের কোন বিকল্প নেই- There is no alternative to trees in maintaining the balance of the environment.
  3. গাছপালা শুধু আমাদের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং নদী ভাঙ্গন ,বন্যা, জীবন,সম্পদ এবং ঘূর্ণিঝড় থেকে রক্ষা করে-Plants not only enhance our natural beauty, but also protect against river erosion, floods, lives, property and cyclones. 
  4. যখন একটি সঠিক এবং বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে বৃক্ষরোপণ করা হয় তখন তাকে বৃক্ষরোপণ বলে -When plantation is done following a proper and scientific method it is called tree plantation.
  5. গাছ আমাদের জলবায়ুকে বৃহৎ আকারে রক্ষা করে-Trees protect our climate to a large extent.
  6. গাছ না থাকলে পৃথিবী মরুভূমিতে পরিণত হবে- Without trees, the world would become a desert.
  7. বৃক্ষ কার্বন-ডাই- অক্সিজেন গ্রহণ করে  আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন সরবরাহ করে- Trees take in carbon-di-oxygen to provide oxygen for us to live.
  8. গাছ পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে- Trees regulate the Earth’s temperature.
  9. গাছ ছাড়া পৃথিবীতে আমরা এক মুহূর্ত বেঁচে থাকতে পারিনা-Without trees we cannot survive a moment on earth.
  10. বাড়ির আঙিনায়, রাস্তার ধারে, পার্কে,বাগানে, রেললাইনের পাশে এবং পতিত ভূমিতে অথবা অন্য কোন ফাঁকা স্থানে প্রচুর পরিমাণে গাছ রোপন করতে হবে- A large number of trees should be planted in house yards, roadsides, parks, gardens, along railway lines and on wasteland or any other open space.
  11. গাছ আমাদের পরিবেশের জন্য অত্যাবশ্যকীয় – Trees are vital to our environment.
  12. গাছ পরিমিত বৃষ্টিপাতে সহায়তা করে-Trees help moderate rainfall.
  13. গাছপালা আমাদেরকে নানাভাবে উপকার করে-Plants benefit us in many ways.
  14. গাছ আমাদের ফুল ও ফল দেয় – Trees give us flowers and fruits.
  15. গাছ আমাদের শীতল ছায়া দেয়-Trees give us cool shade.
  16. গাছ বর্ষা এবং নদী ভাঙ্গন থেকে রক্ষা করে – Trees protect against monsoons and river erosion.
  17. গাছ প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে-Trees enhance natural beauty.
  18. আমাদের উচিত পরিবেশকে রক্ষা করার জন্য অধিক অধিক বৃক্ষরোপণ করা-We should plant more trees to protect the environment.

আশা করি আপনি গল্প আকারে সম্পূর্ণ লেখাটি পড়েছেন। আপনি সম্ভবত এখন ৮০% tree plantation টি লিখতে পারবেন। প্যারগাফ মুখস্থ না করে এভাবে বুঝে নিজের মতো করে লেখার চেষ্টা করুন। এভাবে নিজের মতো করে একবার লিখতে পারলে, আর কখনো প্যারাগ্রাফ পড়ে লেখা লাগবে না। আপনি ইচ্ছা করলে যেকোন প্যারাগ্রাফ লিখতে পারবেন।ধন্যবাদ।

English Version