জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জ দাপ্তরীক কাজ সুন্দরভাবে পরিচালনার জন্য জনবল নিয়োগ করবে। জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জ ঢাকার অদূরে অবস্থিত। সম্প্রতি জনবল নিয়োগের উদ্দেশ্যে জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জের অফিসিয়াল ওয়েবসাইটে http://narayanganj.gov.bd/ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন পদে তারা মোট ৩৭ জনবল নিয়োগ দেবে। সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশে চাকরির আবেদন করা যাবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে জেলা প্রশাসকের কার্যালয় নিয়ন্ত্রিত হয়। নারায়ণগঞ্জ ঢাকার নিকটে অবস্থিত। এটি ঢাকা বিভাগের একটি জেলা। সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা প্রশাসন 37 জন জনবল নিয়োগ এর উদ্দেশ্যে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের কাছে আবেদন পত্র আহ্বান করেছে। নারায়ণগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দা যাদের যোগ্যতা আছে তারা এ সকল পদে আবেদন করতে পারবেন। একজন প্রার্থী আগামী ২৯ আগস্ট ২০২২ থেকে আবেদন করতে পারবেন। আবেদন প্রেরণের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২২।
জেলা প্রশাসকের কার্যালয় সম্পূর্ণ একটি সরকারি প্রতিষ্ঠান। জেলা পর্যায়ে সর্বোচ্চ কার্যালয় হল জেলা প্রশাসকের কার্যালয়। জেলা পর্যায়ে অবস্থিত সকল অফিসের নিয়ন্ত্রণকারী কার্যালয় হলো জেলা প্রশাসকের কার্যালয়। এখানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ সম্মান ও অনেক সুযোগ-সুবিধা পেয়ে থাকে। জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরি করা সত্যিই একটি সম্মানের বিষয়। তাছাড়া অন্যান্য ডিপার্টমেন্ট থেকে এখানে চাকরি পাওয়া সহজ। যেহেতু এ সকল পদে শুধুমাত্র জেলা পর্যায়ের প্রার্থী আবেদন করতে পারবেন সেহেতু প্রতিযোগিতা জেলা পর্যায়ে প্রার্থীদের সাথে হবে। এখানে এই হিসেবে আবেদনকারীদের মধ্যে প্রতিযোগিতা কম হবে। যাদের ভালো প্রিপারেশন আছে, তাদেরকে বলব সহজে চাকরি পেতে হলে অবশ্যই জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জে আবেদন করুন।
Summary of Narayanganj district dc office job circular 2022:
Job Summary | |
Name of institute | Narayanganj Deputy commissioner’s office |
Location | Narayanganj |
Job type | Full time |
Job categories | Government |
Number of vacancies | 37 |
Number of posts | 09 |
Application published | 23 August 2022 |
Application starts | 29 August 2022 |
Application deadline | 15 September 2022 |
Application by | Post office |
Salary | See the circular |
Age | 18-30/32( quota) |
Gender | Both male and female |
Educational Qualification | See the circular |
Job source | www. Narayanganj.gov.bd |
Official website | www. Narayanganj.gov.bd |
Company Information | |
Name of company | Deputy commissioner office, Narayanganj |
Job categories | Government |
Official website | www. Narayanganj.gov.bd |
Location or address | Narayanganj |
Download pdf/jpg file of Narayanganj district dc office job circular 2022:
জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জ ৩৭ জনবল নিয়োগের উদ্দেশ্যে অফিসিয়াল ওয়েবসাইট http://narayanganj.gov.bd/ তে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্টাডি গাইড বিডি নারায়ণগঞ্জ জেলার ওয়েবসাইট থেকে নিয়োগ পত্রটি সংগ্রহ করে এখানে প্রকাশ করেছে ।আপনি এখান থেকে সংগ্রহ করে মোবাইল অথবা কম্পিউটার রাখতে পারবেন।
Download Narayanganj dc office job circular 2022:
Application conditions of Narayanganj gov bd job circular 2022:
প্রার্থীর বয়স ২৫/০৮/২০২২ তারিখে অবশ্যই ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্রের ফরম জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ এর ওয়েবসাইট www.narayanganj.gov.bd হতে সংগ্রহ করা যাবে। জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ বরাবর আবেদনপত্র আগামী ২৯/০৮/২০২২ সকাল ০৮:০০ টা হতে ১৫/০৯/২০১২ বিকাল ০৩:০০ টার মধ্যে অফিস চলাকালীন সময়ে রেজিস্টার্ড ডাকযোগে পৌঁছাতে হবে। সরাসরি এ কার্যালয়ে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
Documents attached to Narayanganj gov bd job circular 2022:
(ক) সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার সনদের অনুলিপি ও প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৩(তিন) কপি রঙিন ছবি। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে)। সত্যায়নকারী কর্মকর্তার সুস্পষ্ট নাম, পদবী ও মিল থাকতে হবে।
(খ) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর মেয়র/সিটি কর্পোরেশন এর সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর/সংশ্লিষ্ট পৌরসভার মেয়র/সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্রের অনুলিপি।
(গ) জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদপত্রের অনুলিপি; বিবাহিত মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে।
(ঘ) প্রার্থীকে জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ এর অনুকূলে পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা সোনালী ব্যাংকের যে কোন শাখায় 1-8605-০০০১-২০৩১ নম্বর কোডে ট্রেজারী চালানের মাধ্যমে জমা দিয়ে চালানের মূল কপি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রাফট/পে-অর্ডার গ্রহণযোগ্য হবে না।
(ঙ) নির্ভুল ঠিকানায় প্রবেশপত্র ইসার স্বার্থে আবেদনপত্রের সাথে মোটা অক্ষরে পদের নাম, বিশেষ কোটা (যদি থাকে) এবং ডান পাশে আবেদনকারীর পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে উল্লেখ করে ১৫/- (পনের) টাকার ডাক টিকেট লাগানো ১০.৫ ইঞ্চি x ৪.৫ ইঞ্চি সাইজের একটি খাম (৮) ১-৬ নং ক্রমিকে বর্ণিত পদের জন্য কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। সংযুক্ত করতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র-কন্যা হিসেবে চাকরি প্রার্থীকে নিম্নবর্ণিত ছক পুরণ করে এবং ছকে বর্ণিত কাগজপত্রের সত্যায়িত ছায়ালিপি সংযুক্ত করে আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে।
চ) লিখিত/ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগ বিজ্ঞপ্তিতে ও আবেদনপত্রে উল্লিখিত সকল সনদ ও রেকর্ডপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং সকল সনদের ০১(এক) সেট মৌখিক পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তার সুস্পষ্ট নাম, পদবি ও সিল থাকতে হবে।
ছ। নিয়োগের ক্ষেত্রে সরকারি সকল বিধি-বিধান এবং কোটা সম্পর্কিত প্রচলিত নীতিমালা অনুসরণ করা হবে। নির্দিষ্ট কোটায় নিয়োগের দাবিদার প্রার্থীকে তার মাধির স্বপক্ষে সরকার নির্ধারিত সনদপত্র মৌখিক পরীক্ষার সময় দেখাতে হবে। অন্যথায় তার দাবি অগ্রাহ্য বলে গণ্য হবে এবং তাকে সাধারণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে। কোটার দাবিদার প্রার্থীদের সনদ প্রমাণক বিবেচনা গ্রাহণের ক্ষেত্রে সাক্ষাৎকার বোর্ড/বিভাগীয় নির্বাচনি বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
জ। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ পুরণে ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২১ অনুসরণ করা হবে।
ঝ। কোন কারণ দর্শানো ব্যাতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তির শর্তাবলি পরিবর্তন, সংযোজন, বিয়োজন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
ঞ। কোন কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তি বাতিল করার এবং বিজন্তিতে পদের সংখ্যা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন।
ট। আবেদন পত্র গ্রহণ/বাতিল এবং নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ বিষয়ে কোন আপত্তি উত্থাপন করা যাবে না।।
ঠ। নির্বাচনি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোন টিএ/ডিএ প্রদান করা হবে না।
Application form and process of Narayanganj dc office district job circular 2022:
জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জ নিয়োগের নির্ধারিত আবেদন ফরম ব্যবহার করে আবেদন করতে হবে। আবেদন ফরমটি পূরণ করার ক্ষেত্রে প্রায়ই প্রার্থীগণ ভুল করে। নিচে কিভাবে আবেদন পত্র লিখতে হয় তা দেয়া হলো। তবে উল্লেখ্য যে আমি কম্পিউটার টাইপিং এর মাধ্যমে আবেদনপত্রটি নিচে আপলোড করলাম। আপনি সম্পূর্ণ আবেদন পত্রটি নিজ হস্তে লিখবেন। কারণ মৌখিক পরীক্ষার সময় আপনার হাতের লেখা সাথে এটা মিলানো হবে।অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, স্বাক্ষরবিহীন এবং বিলম্বে প্রাপ্ত আবেদনসমূহ বাতিল বলে গণ্য হবে। এ বিষয়ে কোন আপত্তি গ্রহণযোগ্য হবে না। বিভাগীয় চোকরিরত প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য) প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। কোন ক্ষেত্রেই আবেদনের অগ্রিম কপি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না।
Download mopa gob bd application form of Narayanganj job circular :
১. ডাউনলোড করুন- নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যলয়ের পিডিএফ ফাইল আবেদন ফরম:
২. ডাউনলোড করুন- নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যলয়ের এম এস ডক ফাইল আবেদন ফরম:
Salary of Narayanganj district dc office job circular 2022:
জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জ একটি সরকারি প্রতিষ্ঠান। এখানে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী সকল প্রকার সরকারি সুবিধা পেয়ে থাকে। মূল বেতনের সর্বোচ্চ ৬০ ভাগ ঘর ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা, ২০০ টাকা টিফিন ভাতা, শিক্ষাভাতা ১০০০ টাকা, বছরে বছরে বেসিকের সমান দুইটা বোনাস ও ২০ পার্সেন্ট বৈশাখী ভাতা পেয়ে থাকে। এছাড়া প্রতিবছর জুলাই শেষে একটি ৫% ইনক্রিমেন্ট যুক্ত হয়। বর্তমানে সরকারি চাকরি সবার উপরে অবস্থান করছে। তাই যারা বিসিএস বা ব্যাংক পরীক্ষা দিয়ে বসে আছেন, তাদের বলব এখানে আবেদন করুন। আশা করি আপনি সহজে চাকরিটা পেয়ে যাবেন।
Narayanganj dc office job computer test exam 2022:
: কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত স্থান ও তারিখে প্রার্থীদের নির্বাচনী/লিখিত, মৌখিক বা প্রাসঙ্গিক টেকনিক্যাল পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে। অনেক পদে কম্পিউটার টাইপিং টেস্ট নেয়া হয়। একটা কথা মনে রাখবেন কম্পিউটার টাইপিং টেস্ট কোন গুরুত্বপূর্ণ বিষয় নয়। এ সকল পরীক্ষার প্রধান বিষয় হলো লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। লিখিত পরীক্ষায় আপনি বেশি নম্বর নিয়ে উত্তীর্ণ হলে, ভাববেন ৯০% চাকরি হয়ে গেছে। আর কম্পিউটার টেস্টের শুধুমাত্র দেখা হয় সে টাইপ করতে পারে কিনা অর্থাৎ টাইপিং এ শুধুমাত্র কৃতকার্য বা অকৃতকার্য নির্বাচন করা হয়। টাইপিং এর জন্য আলাদা কোন নম্বর যুক্ত হয় না। অর্থাৎ আপনার লিখিত এবং মৌখিক পরীক্ষার উপরে চাকরি সম্ভাবনা নির্ভর করে।
Written exam of Narayanganj dc office job circular 2022:
জেলা প্রশাসকের কার্যালয় চাকরির পরীক্ষার সাধারণত লিখিত আকার হয়ে থাকে। ৮০ নম্বরের একটি লিখিত পরীক্ষা হয়। বাংলা অংক ইংরেজি এবং সাধারণ জ্ঞান থেকে সকল প্রশ্ন আসে। অষ্টম -নবম শ্রেণীর অংক সাধারণত এসে থাকে। মোটামুটি একটা ভালো পিপারেশন হলে এ সকল পরীক্ষায় কৃতকার্য হওয়া সম্ভব। যেখানে আপনি ব্যাংক বা বিসিএস এ টিকতে পারছেন না, সেখানে জেলা প্রশাসকের কার্যালয় সকল পরীক্ষায় আপনি খুব সহজে কৃতকার্য হয়ে যাবেন। আর যদি আপনার নম্বরটি সর্বোচ্চ নম্বর হয় সে ক্ষেত্রে শতভাগ চাকরি পাবেন বলে আশা করা যায়।
Admit cards issued to Narayanganj gov bd job circular 2022:
আবেদনপত্র প্রেরণের শেষ তারিখের পর নারায়ণগঞ্জ চাকরি যাচাই-বাছাই কমিটি আবেদনপত্র যাচাই-বাছাই করবে। এখান থেকে বৈধ আবেদন পত্র নির্বাচন করা হবে। বৈধ আবেদনকারী বরাবর ডাকযোগে প্রবেশপত্র প্রেরণ করা হবে। প্রবেশপত্র পরীক্ষার সময় স্থান ও অন্যান্য নির্দেশাবলী উল্লেখ থাকবে। এরপর লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণদেরকে কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। সর্বশেষ মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত হবে নির্বাচন করা হবে। সকল কার্যক্রম বিভাগীয় কমিশনার ঢাকা মহোদয় কর্তৃক পরিচালিত হবে।
.
- গুচ্ছভুক্ত ২২টি সরকারি বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য বিভাগের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- নায়ক শরিফুল রাজ এবং নায়িকা পরিমনি
- সরকারি (পাবলিক) বিশ্ববিদ্যালয় স্থাপন আইন
- নৌপরিবহন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩