ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন তাদের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য ৬৬ জন লোক নিয়োগ কববেন। এজন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.bscic.gov.bd তে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তারা মোট 17 টি পদে ৬৬ জন প্রাার্থী নিয়োগ করবেন। ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন অনেকদিন যাবত এত বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে না। এটা বাংলাদেশের বেকারদের জন্য চাকরি পাওয়া ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ। পদের সংখ্যা বেশি হলে তুলনামূলকভাবে প্রতিযোগিতা একটু কম হয়। নির্ধারিত জেলার নাগরিক ,যাদের যোগ্যতা আছে তারা এ সকল পদে আবেদন করতে পারবেন।
Bscic teletalk com bd job circular 2022
ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালিত একটি সায়িত্ব শাসিত প্রতিষ্ঠান। বর্তমানে বাংলাদেশের অধিকাংশ জেলায় তাদের শাখা অফিস রয়েছে। এটি সম্ভবত বাণিজ্য মন্ত্রণালয় এর অধীনে পরিচালিত হয়। কর্মরত সকলেই সরকারী সকল সুবিধা প্রাপ্ত হয়। ক্ষুদ্র ও কুটির শিল্প এর উন্নয়নে ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন কাজ করে যাচ্ছে। এখানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীকে ক্ষুদ্র কুটির শিল্পের ভবিষ্যৎ, উন্নয়ন এবং জনবল নিয়োগ ইত্যাদি বিষয় নিয়ে কার্যক্রম পরিচালনা কাজ করতে হয়। অন্যান্য অফিস থেকে এখানে চাকরি কর সহজ এবং চাপ কম। সম্প্রতি তারা ৬৬ জন জনবল নিয়োগ দেবে। বাংলাদেশের বেকার যারা ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন ক্যারিয়ার গড়তে চান তারা এ সকল পদে আবেদন করতে পারেন।
ক্ষুদ্র কুটির শিল্প সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে ক্ষুদ্র কুটির শিল্প এর আবেদনের লিংক http://bscic.teletalk.com.bd/ এর মাধ্যমে আবেদন করতে হবে। নির্দিষ্ট কয়টি জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। একজন যোগ্যতা সম্পন্ন প্রার্থী ৮ আগস্ট ২০২২ হতে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন প্রেরণের শেষ তারিখ ৮ সেপ্টেম্বর ২০২২। ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য আহ্বান জানিয়েছে।
Bscic job circular 2022 jpg/pdf downloads:
ক্ষুদ্র কুটির শিল্প ও কর্পোরেশন তাদের ওয়েবসাইটে ৬৬ জনবল নিয়োগের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্টাডিগাইডবিডি ক্ষুদ্র ও কুটির শিল্পের নিয়োগ বিজ্ঞপ্তিটি সংগ্রহ করে জেপিজি আকারে আপলোড করেছে। আপনি প্রয়োজনে এখান থেকে ডাউনলোড করে সেভ করে রাখতে পারেন।
Job source- www.bscic.gov.bd
The district candidates can apply Bscic:
এটা একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন । আপনাকে অবশ্যই আবেদন করার পূর্বে সম্পূর্ণ নিয়োগ পত্রটি পড়ে নিতে হবে। কোন কোন জেলা হতে আবেদন করা যাবে না এটা অবশ্যই আপনি দেখে নিবেন। নিচে যে যে জেলার নাগরিক আবেদন করতে পারবেন তা দেয়া হল।
১২ নং পদের জন্য কুমিল্লা ও পাবনা জেলার নাগরিক, ১৪ নং করনিক তথা কম্পিউটিার অপারেটর পদে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়ীয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষীপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, জয়পুরহাট, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, মাগুরা, বাগেরহাট, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠী, বরগুনা, পটুয়াখালী ,১৬ নং পদের জন্য নরসিংদি এবং ১৭ নং পদের জন্য গাজীপুর, মুন্সিগঞ্জ ও গাইবান্ধা জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
Application process of Bscic gov bd job circular:
ক) আগ্রহী প্রার্থীগণ http://bscic.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: i) Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ: ০৮ / ০৮ / ২০২২ খ্রি. সকাল ১০.০০ ঘটিকা।
ii) Online এ আবেদনপত্র পূরণের শেষ তারিখ: ০৮/০৯/২০-২২ খ্রি. বিকাল ০৫.০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্র প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা নিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
খ) Online এ আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮0 Pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ Pixel) স্থান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
গ) Online এ আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু আবেদনপত্র প্রেরণ করার পূর্বেই পুরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
Rules of sending SMS to Bscic job application:
Online এ আবেদনপত্র (Applicant’s Form) যথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি ও স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী User ID, ছবি ও স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। প্রার্থী উক্ত Applicant’s copy প্রিন্ট বা ডাউনলোড করে পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। Applicant’s copy তে প্রাপ্ত User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Prepaid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ১ নং ক্রমিকে উল্লিখিত পদের জন্য ১০০০/-(এক হাজার) টাকা, ২ হতে ০৯ নং কনিকে উল্লিখিত পদসমূহের জন্য ৭০০/- (সাতশত) টাকা, ১০ হতে ১৪ নং ক্রমিকে উল্লিখিত পদসমূহের জন্য ৫০০/-(পাঁচশত) টাকা ও ১৫ হতে ১৭ নং ক্রমিকে উল্লিখিত পদসমূহের জন্য ৩০০/- (তিনশত) টাকা অনধিক ২ বার ঘণ্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য যে, Online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনভাবেই গৃহীত হবে না।
Process of payment fees to Bscic teletalk com bd:
প্রথম SMS: BSCIC<Space>User ID & send to 16222 Example: BSCIC ABCDEF & send to 16222.
Reply: Applicant’s Name, TK 1000 / 700 / 500 / 300 will be charged as an application fee Your PIN is 1234567. To pay fee type 1000/700 /500 / 300-space> Yes <space> PIN & send to 16222.
[ SMS: BSCIC <space> Yes <space> PIN & send to 16222 Example: BSCIC Yes 12345678 & send to 16222.
Reply Congratulations: Applicant’s Name, Payment Completed successfully for XXXX your User ID is (ABCDEF) and Password (XXXXX).
উল্লেখ্য, ফি প্রদানের পর প্রার্থী আবেদনপত্রে প্রদত্ত তার নিজস্ব মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে User ID ও Password পাবেন। অ) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bscic.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। উল্লেখ্য, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষার সময় আলাদা কোন প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌলিক ও ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষার প্রবেশপত্র হিসেবে বিবেচিত হবে। Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষনিক সচল রাখা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষনিকভাবে অনুসরণ করা হবে।
Admit cards of Bscic valid candidates:
ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন প্রার্থী কর্তৃক আবেদন প্রেরনের তারিখ শেষ হলে ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন নির্বাচন কমিটির সকল আবেদন একত্র করবে। এরপর তারা বৈধ আবেদন যাচাই-বাছাই করবে। বৈধ আবেদন প্রার্থী বরাবর প্রবেশপত্র ইস্যু করা হবে। সম্পূর্ণ এসএমএসের মাধ্যমে প্রবেশপত্র উত্তরের জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। এজন্য আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বরটি চালু রাখবেন। যেকোনো কম্পিউটার অথবা স্মার্টফোন এর মাধ্যমে প্রার্থী ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্রটি প্রিন্ট আউট করতে পারবেন। প্রবেশপত্রে পরীক্ষার তারিখ, সময় ও স্থান উল্লেখ থাকবে। লিখিত পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্রটি সঙ্গে আনতে হবে। তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী প্রিন্ট (রঙিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষা ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
Question patterns of Bscic job circular:
ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন নিয়োগ কার্যক্রমটি তিনটি ধাপে সম্পন্ন করবে। প্রথমে ১০০ মার্কের mcq পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। বৈধ প্রার্থীর mcq পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে প্রাক্টিক্যাল এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে। তবে ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন প্রয়োজনে লিখিত আকারে পরীক্ষা নিতে পারে। সে ক্ষেত্রে বাংলা অংক ইংরেজি এবং সাধারণ জ্ঞান হতে প্রশ্ন আসবে।
bscic.teletalk.com.bd -apply
English version-click here.