গুচ্ছভুক্ত ২২টি সরকারি বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য বিভাগের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ সোমবার সমন্বিত ভর্তিসংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd) এ ফল প্রকাশ করা হয়েছে।
পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৩৮ হাজার ৩৫১ জন শিক্ষার্থী, যার মধ্যে ৩০ বা তার বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন ২৪ হাজার ৩৩৭ শিক্ষার্থী। ৩০-এর কম নম্বর পেয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ১৪ হাজার ১৩। পাসের হার ৬৩ দশমিক ৪৬।
গুচ্ছভুক্ত বাণিজ্য বিভাগের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বাণিজ্য শাখার ইউনিট ‘সি’ থেকে ৩৯ হাজার ৮৬৪ শিক্ষার্থী আবেদন করেছিলেন। পরীক্ষায় নটর ডেম কলেজের শিক্ষার্থী রায়হান খান ৮৫ দশমিক ২৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন।
আগামী ৩ জুন গুচ্ছের বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার উপাচার্যদের সমন্বয়ে গঠিত কোর কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমদাদুল হক ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এবারও শিক্ষার্থীরা ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করার সুযোগ পাবেন। এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষার্থীদের জানানো হবে।
বিশেষ বিজ্ঞপ্তি
আগামী ২০/০৬/২০২৩ তারিখ হতে GST গুচ্ছভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ের জন্য বিভাগ পছন্দক্রম প্রদানসহ ভর্তির আবেদন https://gstadmission.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে সম্পন্ন করতে হবে। এসংক্রান্ত বিস্তারিত তথ্য যথাসময়ে প্রকাশিত হবে। |